৩২ বছর আগেই এক-দেশ-এক-পরীক্ষার ধারণা তৈরি হয়ে গিয়েছিল। বহু বছর ঠাণ্ডা ঘরে থাকার পর ২০১০ এবং ২০১৩ সালে দুটি কমিটি এনটিএ বাস্তবায়িত করার নীল নকশা তৈরি করে জমা দেয় সরকারের কাছে। ২০১৭ সালের বাজেট ভাষণে এই সংস্থা তৈরির ঘোষণা হয়। সেই কারণেই কি বিরোধী কংগ্রেস এই এনটিএ এবং কেন্দ্রীভূত এক পরীক্ষা ব্যবস্থাকে ভাঙার কথা বলতে এতো দ্বিধান্বিত?
by শুভ্রদীপ ঘোষ | 28 June, 2024 | 928 | Tags : NEET-NET-NTA NEET Scam Federalism